Elo Nandero Nandan (এলো নন্দের নন্দন) |Full Video Song |Aritra Dasgupta |Nazrul Geeti| Aalo
Elo Nandero Nandan (এলো নন্দের নন্দন) |Full Video Song |Aritra Dasgupta |Nazrul Geeti| Aalo
Lyrics :
এলো নন্দেরও নন্দন
নব ঘনশ্যাম।
এলো যশোদা নয়নমণি
নয়নাভিরাম।।
প্রেম রাধারমণ নব বঙ্কিমধাম
চির রাখাল গোকুলে এলো গোলক ত্যাজি
কৃষ্ণজী, কৃষ্ণজী।
ভয় ত্রাতা এলো কারা ক্লেশ নাশি
কাজল নয়নে এলো উজলশশী
মুছাতে বেদন ব্যথা তিমির হারি
ওই বিজলি ঝলকে এলো ঘন গরজে
কৃষ্ণজী, কৃষ্ণজী।
হে বিরাগ তবে মঙ্গল আঁখিতলে
কত পুষ্প ফোটে প্রেম অশ্রুজলে
অরবিন্দ পদে আর কিছু না চাহি
যেন গোপন প্রেমে মন রহে মজে
কৃষ্ণজী, কৃষ্ণজী।
THAKUR ANUKUL CHANDRA BHAJAN KIRTAN JAAJAN CHORUS BOOKS AND BHAJAN LYRICS LINKS BELOW :