Lyrics – Rev. Binkida Music – Rev. Babaida
ও মন মাঝি রে ! ও আমার প্রাণের দোসর , বেয়ে চলিস নাওখানি তোর । অকূল গাঙে যাস ভেসে তুই কার ভরসায় ? কে আছে বল, তোরে নিয়ে যাবে কিনারায় ? ও মন মাঝি রে ও আমার সুজন বন্ধু, ধরবে কে হাল, সমুখে অথৈ সিন্ধু? আছে কে পাল তুলিতে বাতাসের অনুকূলে, কে বাঁচাবে, ডুববি যখন এক পলকের ভুলে? ও মন মাঝি রে ! ও আমার মরমিয়া, নাও ভিড়াইলি, চারিদিকে অকূল দরিয়া । সাথী যত আছে রে তোর সবাই যে অরি, সামলাবি তুই কেমনে, ওরাই ডুবাবে তরী ।। ও মন মাঝি রে ! ও আমার প্রানের সাথী, কে সে তোরে ডেকে ফেরে দিবসরাতি! নজরসীমায় আছে, তারে ধর না কোনমতে , নিরবধি যায় বাওয়া মন এক তাহারেই সাথে ।। ও মন মাঝি রে ! ও আমার প্রাণধন রে ! সামাল দিতে, গাং পেরোতে , বাইতে উজানে , দে উজিয়ে ডিঙা রে তোর সুজন হালীর সনে মুখর করে পথচলা তোর সার্থকতার গানে ।।